Skip to main content
 

অনলাইন কজলিস্টে মামলার তথ্য পাওয়া যাবে সহজে

বিচার বিভাগে এবার অনলাইন কজলিস্ট বা ই-কার্যতালিকা ব্যবস্থা চালুর মাধ্যমে কিশোরগঞ্জ বিচার বিভাগের সব মামলার তথ্য এখন আদালতে না গিয়ে অনলাইনে যে কোনো জায়গা থেকে জানা যাচ্ছে। এই ঠিকানায় causelist.judiciary.gov.bd বা ‘আমার আদালত’ অ্যাপ থেকে জানা যাচ্ছে মামলার তথ্য। ফলে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার মামলার তথ্য জানার সুযোগ এখন সহজ হয়ে গেছে।

২০২৩ সনের ২৪ জুলাই থেকে ই-কার্যতালিকা চালু করার জন্য তিনদিনের অনলাইন প্রশিক্ষণ শুরু হয়। সেখানে বিচারক ও সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে গত ২৭ জুলাই কিশোরগঞ্জ বিচার বিভাগের অনলাইন কজলিস্ট উদ্ভোধন করেন কিশোরগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ  জনাব মোসায়েদুর রহমান খান।

দেশের অন্য আদালতের মতো কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কিশোরগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাজিতপুর চৌকি আদালতে বিচারাধীন মামলার তথ্য অনলাইনে জানতে পারছেন বিচারপ্রার্থীরা। আর এর মধ্য দিয়ে কিশোরগঞ্জ বিচার বিভাগের সব আদালতের কার্যতালিকা ঘরে বসেই জানতে পারছেন সংশ্লিষ্টরা। এরজন্য প্রথমে এই ঠিকানায় causelist.judiciary.gov.bd বা ‘আমার আদালত’ অ্যাপে ঢুকতে হয়। সেখানে ‘মামলার কার্যতালিকা’ অপশনে ক্লিক করতে হয়। এরপর বিভাগ, জেলা, আদালত ও তারিখ নির্বাচন করতে হবে।

এছাড়া ‘মামলা অনুসন্ধান করুন’ বাটনে ক্লিক করে বিভাগ, জেলা আদালতের নাম এবং মামলার নম্বর ও সাল দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করলে মামলার বিস্তারিত তথ্যও জানা যাচ্ছে।

সরকার বিচারপ্রার্থী মানুষের সুবিধার্থে সময়োপযোগী নানা পদক্ষেপ গ্রহণ করছে। তারই আওতায় সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে ২০২২ সালের জুন মাস থেকে  অনলাইন কজলিস্ট বা ই-কার্যতালিকা ব্যবস্থা চালু করা হয়।

© ইসমাইল হোসাইন, সহকারী জজ, কিশোরগঞ্জ।