জেলা ও দায়রা জজ

জনাব মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব
জেলা ও দায়রা জজ
কিশোরগঞ্জ
জনাব মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব, জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ০৭ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি ২২ বিসিএস/ ১ম বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৫২০১০১১।শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল,এল-বি(সম্মান)ও এল,এল-এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা টাঙ্গাইল। ইতোপূর্বে তিনি সন্ত্রাস বিরাধী বিশেষ ট্রাইব্যুনাল সিলেট কর্মরত ছিলেন।তিনি অষ্ট্রেলিয়া,ভারত,নেপাল প্রভৃতি দেশ ভ্রমন করেছেন।